এবার চলন্ত ট্রেনের ছাদে দেখা মিলল সাপের

জাতীয় ডেস্ক

জুন ২৮, ২০২৪, ০৫:৩১ পিএম

এবার চলন্ত ট্রেনের ছাদে দেখা মিলল সাপের

ছবি: সংগৃহীত

দেশজুড়ে রাসেলস ভাইপার নিয়ে যখন আতঙ্কে দিন কাটছে মানুষের তখন চলন্ত ট্রেনের ছাদে দেখা মিলল একটি সাপের। এতে যাত্রীদের মাঝে সৃষ্টি হয় আতঙ্ক।

বুধবার (২৬ জুন) সান্তাহার রেলস্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার বেলা ১১টায় ট্রেনের ছাদে সাপ দেখার পর যাত্রীরা দায়িত্বরতদের অবগত করেন। পরে ট্রেনটি রাত ১১টার সময় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের স্টাফসহ স্টেশন সংশ্লিষ্টরা খোঁজাখুঁজি করলে সাপটির উপস্থিতি পাননি।

এ বিষয়ে স্টেশন মাস্টার নিরঞ্জন রায় গণমাধ্যমকে বলেন, “যাত্রীরা চলন্ত ট্রেনের ছাদে সাপটিকে দেখেতে পেয়ে ভিডিও করে আমাদের পাঠিয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি গোখরা সাপ। এর মাঝে ট্রেনটি স্টেশনে পৌঁছালে আমরা তল্লাশি চালাই। তবে সাপটি পাওয়া যায়নি।”

 

Link copied!