ভারতে কবে মুক্তি পাচ্ছে ‘তুফান’, জানালেন তরণ

শোবিজ ডেস্ক

জুন ৩০, ২০২৪, ০৭:৫৮ এএম

ভারতে কবে মুক্তি পাচ্ছে ‘তুফান’, জানালেন তরণ

‘তুফান’

ঢালিউডের পাপারাজ্জি কালচারের জনক শাকিব খান অভিনীত ‌‌‘তুফান’ সিনেমা ভারতে কবে মুক্তি পাবে সেটা জানিয়েছেন দেশটির চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।

শনিবার (২৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘তুফান’ সিনেমার পোস্টার শেয়ার করেন তরণ। ক্যাপশনে ভারতে সিনেমাটি মুক্তির তারিখ সম্পর্কে তিনি জানান, বাংলাদেশের সুপারহিট সিনেমা ‘তুফান’ ভারতে মুক্তি পাচ্ছে আগামী ৫ জুলাই। এ সময় তিনি পোস্টের হ্যাশট্যাগে রাখেন শাকিব খানসহ সিনেমার ৪ অভিনয়শিল্পীর নাম।

এর আগে গুঞ্জন রটেছিল, ২৮ জুন ভারতসহ একাধিক দেশে একযোগে মুক্তি পাবে ‘তুফান’ সিনেমা। কিন্তু ওইদিন বিশ্বের ১৫টি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলেও ভারতে কবে মুক্তি পাচ্ছে সেটা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে তরণের পোস্টে জানা গেল ভারতে সিনেমাটি মুক্তির দিন।

ভারতে সিনেমাটির পরিবেশক এসভিএফ। প্রযোজনা সংস্থা থেকে আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ভারতে বাংলা ছাড়াও আরও কয়েকটি ভাষায় মুক্তি পেতে পারে ‘তুফান’ সিনেমাটি। অনেকেই ধারণা করছেন, ডাবিং সম্পন্ন করতেই এক সপ্তাহ বেশি সময় নিয়েছে প্রযোজনা সংস্থা।

ঈদ উপলক্ষে গত ১৭ জুন বাংলাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অন্যরা।

Link copied!