ফিলিস্তিনে ভুলক্রমে আসা ইসরায়েলি নাগরিকের গাড়িতে আগুন, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৩০, ২০২৪, ১২:৫৯ পিএম

ফিলিস্তিনে ভুলক্রমে আসা ইসরায়েলি নাগরিকের গাড়িতে আগুন, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শহর কালাদিয়া শহরে ভুলক্রমে একজন ইসরায়েলি নাগরিক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার সংঘর্ষ হয়।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন ইসরায়েলির গাড়ি তাড়া করছে ফিলিস্তিনি জনতা। গাড়িটি লক্ষ্য করে ঢিল ছুড়ছে তারা। এ সময় ইসরায়েলি ওই গাড়ি চালক পালানোর চেষ্টা করলেও একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সামরিক চেকপয়েন্টের কাছে থাকা একটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারেন। উদ্ধারের আগে ওই চালক সামান্য আহত হন।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি ওই নাগরিকের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ফিলিস্তিনি জনতা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে হামাস। প্রতিক্রিয়াস্বরূপ গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। টানা ৯ মাস ধরে উপত্যাকাটিতে দেশটির অভিযান চলছে। ইসরায়েলি অবরোধের কারণে সেখানকার লোকজনের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না।

Link copied!