সিলেটে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর

জাতীয় ডেস্ক

জুন ৩০, ২০২৪, ০২:১২ পিএম

সিলেটে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর

ছবি: সংগৃহীত

বন্যার কারণে সিলেট বিভাগের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্টের পর।

রোববার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, “বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। স্থগিত রাখা এসব পরীক্ষা থেকে শুরু হবে ১১ আগস্টের পর।

গত ২০ জুন বন্যায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। আজ ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়েছে দেশের অন্যান্য বিভাগে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছিলেন, ৯ জুলাই থেকে যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল যথারীতি সেসব পরীক্ষা হবে।

Link copied!