নাইজেরিয়ায় পৃথক ৩ জায়গায় ভয়াবহ বোমা বিস্ফোরণ, ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৩০, ২০২৪, ১১:৫৬ এএম

নাইজেরিয়ায় পৃথক ৩ জায়গায় ভয়াবহ বোমা বিস্ফোরণ, ১৮ জন নিহত

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার বোর্নো রাজ্যে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

দেশটির স্থানীয় সময় শনিবার (২৯ জুন) বোর্নো রাজ্যের গোওজা শহরের পৃথক তিন জায়গায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা।

সংস্থাটি জানায়, শনিবার বোর্নো রাজ্যের গোওজা শহরে একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে, অন্ত্যেষ্টিক্রিয়ায় ও হাসপাতালে হামলা চালায়। এ সময় অন্তত ১৮ জন নিহত হন। তাদের মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক ও অন্তঃসত্ত্বা নারী রয়েছে।

তবে স্থানীয় গণমাধ্যমে অন্তত ৩০ জন নিহতের খবর দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এমতাবস্থায় দেশটিতে সেনাবাহিনী কারফিউ জারি করেছে।

২০১৪ সালে শহরটি দখলে নেয় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। ২০১৫ সালে নাইজেরীয় বাহিনী গোওজা শহর জঙ্গিমুক্ত করেছিল। তবে এরপর থেকেই শহরের উপকণ্ঠে হামলা ও অপহরণ অব্যাহত রেখেছে এই জঙ্গিগোষ্ঠী। উল্লেখ্য, ২০২৪ সালে বোর্নো রাজ্যের চিবোক শহর থেকে ২৭০ জনেরও বেশি স্কুলছাত্রীকে অপহরণের পর আন্তর্জাতিক গণমাধ্যমের খবরের শিরোনাম হতে থাকে বোকো হারাম।

সূত্র: বিবিসি

Link copied!