রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায়? ব্যারিস্টার সুমনের প্রশ্ন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২৪, ০২:২৯ পিএম

রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায়? ব্যারিস্টার সুমনের প্রশ্ন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেছেন, “আমি থানায় জিডি করার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। কারণ তাদের থেকে আমি হুমকির তথ্য পেয়েছি।”

রোববার (৩০ জুন) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার সুমন বলেন, “আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছি। এখন দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। মৃত্যুর ভয় আমি করি না। কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি।”

এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানিয়েছেন। জিডিতে তিনি লেখেন, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমকির বিষয়টি জানানোর পর থেকে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।

আরও পড়ুন: ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, থানায় জিডি

এর আগে গতকাল শনিবার রাত আটটার দিকে শক্তিশালী একটি মহল হত্যার উদ্দেশে ৪-৫ জনের টিম নিয়ে মাঠে নামার খবর পান ব্যারিস্টার সুমন। শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭ জুন রাত আটটার দিকে ঢাকায় আমার বাসভবনে অবস্থানকালে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার সরকারি মোবাইল ফোন নম্বর থেকে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেন। আমাকে জানান, আমাকে হত্যার উদ্দেশে শক্তিশালী একটি মহল গত তিনদিন ধরে মাঠে নেমেছে। আমি যাতে রাতে বের না হই সেজন্য সতর্ক করে দেন ওই পুলিশ কর্মকর্তা। পাশাপাশি আমাকে সাবধানে থাকার জন্যও বলেন। তখন আমি ওসির কাছে পরিচয় জানতে চাইলে পরিচয় জানাতে অস্বীকার করেন।

Link copied!