ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা ইসলামিক জিহাদের

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১, ২০২৪, ১১:০৪ পিএম

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা ইসলামিক জিহাদের

ছবি: সংগৃহীত

গাজায় চলমান অভিযানের মধ্যেই ইসরায়েলের বিভিন্ন মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ।

সোমবার (১ জুলাই) অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা।

ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এই রকেট হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এই হামলার মধ্য দিয়ে ৯ মাস ধরে চলা যুদ্ধের পরও ইসরায়েলে হামলা চালাতে সক্ষমতার বার্তা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। অন্যদিকে নিজেদের জন্য হুমকিস্বরূপ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে নিস্ক্রিয় করাই লক্ষ্য বলে জানিয়েছে ইসরায়েল।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চলীয় এলাকার কয়েকটি বসতির বাসিন্দারা জানান, তারা ইসরায়েলি ফোন নম্বরগুলো থেকে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু খুদেবার্তা পেয়েছেন। কেউ কেউ জানান, এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে। কারণ কয়েক সপ্তাহ আগে এলাকাটি ছেড়ে চলে গেছে ইসরায়েলি বাহিনী। যদিও বিষয়টি নিয়ে কিছু বলেনি ইসরায়েলের সামরিক বাহিনী।

এদিকে, সোমবার ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সোমবার তুলকারম শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক নারী ও এক শিশু নিহত হন। একদিন আগে একই এলাকায় ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হন।

গাজার বেশ কয়েকটি এলাকা থেকে উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি সেনাবাহিনী কয়েক মাস আগে এসব এলাকা ত্যাগ করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে হামাস। প্রতিক্রিয়াস্বরূপ গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। টানা ৯ মাস ধরে উপত্যাকাটিতে দেশটির অভিযান চলছে। ইসরায়েলি অবরোধের কারণে সেখানকার লোকজনের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক বিচার আদালতে এরই মধ্যে ইসরায়েল গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স

Link copied!