ভারতের সঙ্গে রেল করিডোর নিয়ে মিথ্যাচার করছে, অভিযোগ মির্জা ফখরুলের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২৪, ১০:৪৮ পিএম

ভারতের সঙ্গে রেল করিডোর নিয়ে মিথ্যাচার করছে, অভিযোগ মির্জা ফখরুলের

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে রেল করিডোরসহ বিভিন্ন সমঝোতা চুক্তি নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মন্তব্য, “(বিষয়টি নিয়ে) ‍সবসময় তারা প্রতারণার আশ্রয় নিয়েছে। এর মাধ্যমে তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে।”

সোমবার (১ জুলাই) বিকেলে শেরেবাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন তিনি। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবনিযুক্ত সভাপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে আইনজীবীদের একটি দল প্রয়াত এই নেতার সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে।

বিএনপি মহাসচিব বলেন, “দেশের মাটিতে ভারত রেললাইন ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ থাকবে না। এ সরকার দেশের আকাশ-স্থল-নৌপথ সবখানে ভারতকে অংশীদারিত্ব দিয়ে দিয়েছে। এতে কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে আমাদের আপত্তি নেই। বাংলাদেশ কী পেল- সেটাই হচ্ছে প্রধান। এই সমঝোতা বা করিডোর দেওয়ায় আমরা তো এখানে কিছু পাইনি।”

তিনি আরও বলেন, “অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। এটা প্রমাণিত হয়ে গেছে। বাংলাদেশের যে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা, সেই  পানি পাইনি; তিস্তা নদীর পানি পাইনি। সীমান্তের হত্যা বন্ধ হচ্ছে না, বাণিজ্য ঘাটতি মেটানোয় স্বচ্ছ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

বিএনপি মহাসচিবের সঙ্গে এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি মাহবুব উদ্দিন খোকন, মহাসচিব কায়সার কামাল, মাসুদ আহমেদ তালুকদার, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, খোরশেদ আলম, ইকবাল হোসেন, গাজী কামরুল ইসলাম সজল, সগীর হোসেন লিওনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Link copied!