কার উদ্দেশে ‘রেকর্ড ভাঙা’র গল্প আরশাদের

শোবিজ ডেস্ক

জুলাই ১, ২০২৪, ০৯:২০ এএম

আরশাদ আদনান

‘রেকর্ড ভাঙা’ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আরশাদ আদনান। তবে সেই স্ট্যাটাসে ‘তুফান’ সিনেমা নিয়ে সরাসরি কোনও কিছু উল্লেখ করেননি তিনি।

রোববার (৩০ জুন) রাত ১০টা ৫৩ মিনিটে ফেসবুকে এক আবেগমথিত ও হাস্যরসাত্মক পোস্টে তিনি লেখেন, “আহা ছোট ভাই, আহারে রেকর্ড! ছোটভাই মাদরাসায় পড়ে। প্রায়শই আমার বাসায় এসে খেলা দেখে, একের পর প্রশ্নে, টুকটাক কিছু কিছু জেনে নেয় আমার কাছে। একদিন আমি টিভিতে অলিম্পিক খেলা দেখছিলাম। সেখানে আমেরিকার একজন এথলেট লংজাম্পে রেকর্ড গড়েছে। সেই মুহূর্তে ছোটভাই এসে পাশে বসল, জিজ্ঞাসা করল, ভাইয়া কি দেখছেন! আমি বললাম, রেকর্ড ভাঙা গড়া দেখছি! ছোটভাই না বোঝার মতো করে তাকিয়ে রইল! আমি তার চোখ দেখে বুঝলাম, সে কিছুই বোঝেনি! আমি বললাম, লংজাম্পে এই অ্যাথলেট রেকর্ড ভেঙেছে! ছোটভাই, খুব সাধারণভাবে বলল, এই রেকর্ড তো আমিও ভাঙতে পারি!”

তিনি আরও লেখেন, “আমি আর তার কথার মানে না খুঁজেই চুপচাপ টিভিতে চোখ রাখলাম। পরদিন বাসা থেকে বের হতেই সেই ছোটভাইকে দেখি- দৌঁড়াচ্ছে আর লাফ দিয়ে কিছু ছুুঁড়ে মারছে। জিনিসটি ভেঙে যাচ্ছে। সে খুব খুশি। আমি কৌতূহল নিয়ে তার কাছে জিজ্ঞেস করলাম- কী করছ! সে বলল, লং জাম্প দিয়ে রেকর্ড ভাঙছি। পরেই বুঝলাম, সে তার দাদার গ্রামোফোনের রেকর্ডগুলো নিয়ে ভাঙছে। আহা! ছোট ভাই, আহারে রেকর্ড।”

পোস্টে কারও নামোল্লেখ না করায় নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, কার উদ্দেশে এই সার্কাজম করলেন তিনি? স্ট্যাটাসটির মন্তব্য বিভাগে বাংলাদেশ ফিল্ম ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য শামীমুল ইসলাম শামীম সাধু ভাষা প্রয়োগ করে লিখেছেন, “ভাই, কাহার ইঙ্গিত- কীসের ইঙ্গিত বুঝিবার নিরলস চেষ্টা করিয়া চলছি।”

Link copied!