আদানির কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

জাতীয় ডেস্ক

জুন ২৯, ২০২৪, ০৮:৫৩ পিএম

আদানির কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ডের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (জেনারেশন) খন্দকার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রটির দুটি ইউনিট থেকে গড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রটির প্রথম ইউনিট আগে থেকেই বন্ধ। এর মধ্যে দ্বিতীয় ইউনিটে ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার (২৮ জুন) উৎপাদন বন্ধ হয়ে গেছে। পুনরায় কবে উৎপাদন শুরু হতে পারে, তা এখনো নিশ্চিত করতে পারেনি বিদ্যুৎকেন্দ্রটি।

এ বিষয়ে পিডিবির সদস্য খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, “আদানি কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা প্ল্যান্টের বয়লারে পানি সঞ্চালন পাম্পের একটি ভাল্বে বড় ধরনের ফুটো খুঁজে পাওয়ার পর ওই ইউনিটটি বন্ধ করে দিয়েছে। যে কারণে বয়লার ঠাণ্ডা করে মেরামত শুরু করতেই তাদের কমপক্ষে দুই থেকে তিন দিন সময় লেগে যাবে।”

পিডিবির সদস্য আরও বলেন, “এখন ১৬০০ মেগাওয়াট আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটই পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে কম বিদ্যুৎ পাচ্ছি। পায়রা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি রক্ষণাবেক্ষণাধীন। দেশে লোডশেডিং পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে।”

এর আগে, ঈদের ছুটির সময় থেকেই প্ল্যান্টের অপর ইউনিটটি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে, যা জুলাইয়ের প্রথম সপ্তাহে চালু হতে পারে।

Link copied!