লেবাননে সিরিজ হামলা চালাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১, ২০২৪, ০৭:৩৩ এএম

লেবাননে সিরিজ হামলা চালাল ইসরায়েল

লেবাননের দক্ষিণাঞ্চলে কাফার কিলা, আল-বায়াদাসহ বেশ কয়েকটি গ্রামে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে বলা হয়েছে, হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা পরিচালিত হয়েছে।

এর আগে গতকাল রোববার গোলান মালভূমিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত ১৮ সদস্য আহত হন। এরই পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল তারা। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতি নিয়ে এখন পর্যন্ত কোনওপক্ষ মুখ খোলেনি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে হামাস। প্রতিক্রিয়াস্বরূপ গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। টানা ৯ মাস ধরে উপত্যাকাটিতে দেশটির অভিযান চলছে। ইসরায়েলি অবরোধের কারণে সেখানকার লোকজনের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক বিচার আদালতে এরই মধ্যে ইসরায়েল গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

Link copied!