ভারত হয়ে ট্রেনে নেপাল ও ভুটানে যাওয়ার দরজা খুলছে বাংলাদেশিদের

জাতীয় ডেস্ক

জুন ২৭, ২০২৪, ০৪:৩৪ পিএম

ভারত হয়ে ট্রেনে নেপাল ও ভুটানে যাওয়ার দরজা খুলছে বাংলাদেশিদের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত রেল ট্রানজিট চুক্তির মধ্য দিয়ে ট্রান্স এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের রেলওয়ে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারত যেমন নিজেদের ভূখণ্ডে যেতে পারবে, তেমনই বাংলাদেশিরাও ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল-ভুটানে যেতে পারবে।

প্রস্তাবিত চুক্তিতে বলা হয়, ১২টি রুটের কথা। এসব রুট ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের ওপর দিয়ে ‘সেভেন সিস্টার্স’ হিসেবে পরিচিত ৭ রাজ্যে যোগাযোগ স্থাপন সহজ হবে। এক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল-ভুটানে যেতে পারা নিয়ে ধোঁয়াশা ছিল। গতকাল বুধবার (২৬ জুন) সেই ধোঁয়াশা দূর করেছেন রেলপথ বিষয়ক সচিব হুমায়ুন কবির ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তারা দুজন জানান, নতুন সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের জন্যে উন্মুক্ত হচ্ছে ভারতীয় রেলপথ দিয়ে নেপাল-ভুটান প্রবেশের দ্বার।

নেপাল ও ভুটান বাংলাদেশের সঙ্গে ট্রানজিট চুক্তি করেছিল যথাক্রমে ১৯৭৬ ও ১৯৮৪ সালে। কিন্তু ভারতের ভুখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটা খুব একটা কার্যকর হয়নি। এখন ভারতের সঙ্গে চুক্তি হওয়ার কারণে নতুন করে নেপাল ও ভুটানের সঙ্গে পূর্বে হওয়া কার্যকরের সম্ভাবনা জেগেছে।

Link copied!