শান্তই অধিনায়ক, সাকিব সব ফরম্যাটে খেলবেন

বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে খুশি বিসিবি

স্পোর্টস ডেস্ক

জুন ২৯, ২০২৪, ০৭:৩০ পিএম

বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে খুশি বিসিবি

টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এমনটিই জানিয়েছেন। বোনাস দেওয়া হবে। তবে কত সেটা ঠিক হয়নি। 

নাজমুল হাসান শান্ত এক বছর অধিনায়ক থাকবেন। সাকিব আল হাসান তিন ফরম্যাটেই খেলবেন। শান্ত অধিনায়ক না থাকলে টি টোয়েন্টিতে অধিনায়ক হবেন তাসকিন আহমেদ।

এই বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ছিল সুপার এইটে যাওয়া। বাংলাদেশ সেটায় গেছে ও করতে পেরেছে। তবে ব্যাটিংটা নিয়ে সন্তুষ্ট নন তারা। জালাল ইউনুস বলেন,‘  শান্তকে আমরা এক বছর সময় দিয়েছি। কোচ কে হবেন সেটা বোর্ডের দায়িত্ব। তাসকিন সহ অধিনায়ক হিসেবে শুরু করেছে। সে সামনের দিকে লিড দিতে পারে। পরিবর্তন আসবে কিনা সেটা এখন বলতে পারবো না।’         

বাংলাদেশের পারফরম্যান্স আরও ভাল হতে পারতো বলে জানান জালাল ইউনুস। তিনি বলেন, ‘ কি ধরণের বোনাস দেবে সেটা আমি বলতে পারছি না। তবে এটা বোর্ডের সিদ্ধান্ত। বিশ্বকাপে যাওয়ার আগে টার্গেট ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়া। আমরা টার্গেট রিচ (পৌঁছানো) করতে পেরেছি। সে হিসাবে সবাই খুশি। আমরা ব্যাটিংয়ে ভাল করিনি। প্রথম রাউন্ডে চারটি ম্যাচেই জিততে পারতাম। দক্ষিণ আফ্রিকার ম্যাচটি কাছাকাছি ছিল। বোলিংটা সুন্দর হয়েছে ‘  

Link copied!