বিএনপির মুখে জোর আন্দোলনে জোর নেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জুন ২৯, ২০২৪, ০৬:৫৩ পিএম

বিএনপির মুখে জোর আন্দোলনে জোর নেই: ওবায়দুল কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিএনপির নেতাদের মুখে যত জোর, তাদের আন্দোলনে তত জোড় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “সরকার হটানোর আন্দোলন করছেন করেন পরিস্কার বলে দিতে চাই আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে।”

শনিবার (২৯ জুন) বিকেলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির আতঙ্কের নাম এখন তারেক রহমান। বিএনপি নেতাদের মুখে বিষ, তাদের আন্দোলন ভুয়া।”

আমরা নাকি পাল্টাপাল্টি কর্মসূচি করছি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, “আমরাতো আগেই বলেছিলাম বছরব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব। আমরা সাইকেল র‍্যালি করেছি, বিএনপির কি কিছু ছিলো? তাহলে কেন এই অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দিচ্ছেন? আমরা সারা বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব। আমাদের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।”

এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন, “খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে, খালেদা জিয়ার মুক্তি চাইতে হলে আদালতে যেতে হবে, অন্যথায় রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে।”

তারা আরও বলেন, “বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে, আন্দোলন করে তার মুক্তি সম্ভব নয়। আসলে বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি চায় না।”

সমাবেশে অংশ নিতে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিকেল ৩টায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় বঙ্গবন্ধু এভিনিউ।

Link copied!