বার্বাডোজে শিভাম দুবে ১৬ বলে ২৭ ও কোহলি ৭৬ রান করেন। ছবি: সংগৃহীত
অবশেষে রানে ফিরলেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তিনি ৫৯ বলে ৭৬ রান করেন। আর ভারত নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রান তোলে।
টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। বার্বাডোজে ব্যাটিং উইকেট মনে হয়েছে। রোহিত এদিন জ্বলে উঠতে পারেননি।
ভারত ৩৪ রানে তিন উইকেট হারায়। অক্ষর প্যাটেল ও বিরাট কোহলি চতুর্থ উইকেটে ৭২ রানের জুটি উপহার দেন।
৩১ বলে ৪৭ করে আউট হন অক্ষর। আর কোহলি ৫৯ বলে ৭৬ রান করেছেন। ৬টি চার ও ২টি ছক্কা তার ইনিংসে ছিল।
কেশব মহারাজ ও এনরিখ নর্টজে ২টি করে উইকেট নেন।