জুন ৩০, ২০২৪, ১২:৪৬ এএম
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের এক কর্মী সভা অনুষ্ঠিত হয় শনিবার (২৯ জুন)। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে দিয়ে ষড়যন্ত্রকারীদেরকে পরাস্ত করতে হবে। সেই জন্য আপনাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী থাকলে কোন ষড়যন্ত্রেই কাজে দিবে না। আজকে আপনারা শোনেন, জানেন আমরাও বলি দেশরত্ন শেখ হাসিনার বিপক্ষেই সকল ষড়যন্ত্র।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে এবং তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে কর্মীসভার মাধ্যমে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চালানো হয়। উত্তরের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।
দক্ষিণের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বি এম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
উত্তরের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধবিধ্বস্ত বাংলার যুব সমাজকে একত্রিত করেছিলেন মণি ভাই। আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বিরাজ বিরাজমান। তিনি বলেন-শেখ হাসিনা ৫ বারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আজকে সারাবিশ্বে বাংলাদেশের মান উজ্জ্বল করেছেন। কোন ষড়যন্ত্রকারী যেন এই উন্নয়নের ধারাবাহিকতায় বাধাগ্রস্ত করতে না পারে সে দিকে যুবলীগের নেতা-কর্মীরা সজাগ দৃষ্টি রাখবে।
দক্ষিণের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা বিএনপি-জামাতের যে সকল ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে, সরকার পতন এবং বঙ্গবন্ধুকন্যাকে পদত্যাগ করা ও তাকে হত্যা করার বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে; সেই সব ষড়যন্ত্র ঢাকা মহানগর যুবলীগের প্রত্যেকটি নেতা-কর্মী সেদিন রাজপথ দখলে নিয়েছিলেন, লড়াই-সংগ্রামে বিএনপিকে পরাস্ত করেছেন এবং নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন।