দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০০৭ সালের পর আবার চ্যাম্পিয়ন তারা। রোহিত শর্মার দল এই কৃতিত্ব দেখাল।
ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। আবার তারা শিরোপা জয় করে করেছে। আগে ব্যাট করে ভারত ১৭৬ রান সংগ্রহ করে।
জবাবে দক্ষিণ আফ্রিকা ১৬৯ রানে থেমেছে। ৫৯ বলে ৭৬ রান করে ম্যান অফ দ্য ফাইনাল হন বিরাট কোহলি। যিনি পুরো আসরে ফ্লপ ছিলেন।
দক্ষিণ আফ্রিকার ক্লাসেন ২৭ বলে ৫২ রান করেন। তাকে আউট করেছেন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ১৬ রান দরকার ছিল। হার্দিক পান্ডিয়া ভারতকে জয়ের কাছে নিয়ে যান।
মিলারকে ওভারের প্রথম বলে আউট করেন তিনি। ১৭ বলে ২১ রান করে ফিরে যান সাজঘরে। এর আগে ডি কক ৩৯ ও ট্রিস্টান স্টাবস ৩১ রান করেন।
ভারতের ডান হাতি পেসার পান্ডিয়া ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট আর্শদীপ ও বুমরাহর।