দেশে ফিরে তাসকিনের আফসোস

স্পোর্টস ডেস্ক

জুন ২৮, ২০২৪, ০৮:১৩ পিএম

দেশে ফিরে তাসকিনের আফসোস

ঢাকায় ফিরে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আফসোস করেছেন তাসকিন আহমেদ। তিনি মনে করেন, বাংলাদেশ টি টোয়েন্টিতে বড় দল নয়। হয়তো উন্নতি হয়েছে কিছুটা। লিটন দাস ও সৌম্য সরকার ঢাকায় আসেননি। এছাড়া সাকিব আগেই চলে এসেছেন। 

তাসকিন বিমানবন্দরে কথা বলেছেন। তিনি বলেন,‘  আরও অনেক ভালো হতে পারত। বিশেষ করে শেষ ম্যাচটা, আমরা সবাই একটু হতাশ হয়েছি। আমরা জেতার চেষ্টা করেছি প্রথমে, ১২ ওভারের মধ্যে, যখন বুঝতে পারলাম ১২ ওভারের মধ্যে শেষ করা সম্ভব না, তখন স্বাভাবিকভাবে খেলার চেষ্টা করেছিল সবাই। তাও জিততে পারিনি।’

বোলিংটা ভাল হয়েছে বিশ্বাস করেন তাসকিন,‘ বোলিং ইউনিট আগাগোড়াই কয়েক বছর ধরে ভালো করছে। সে ধারাবাহিকতা ধরে রেখেছে। সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নেই।’

আফগানিস্তান প্রসঙ্গে তাসকিন কথা বলেছেন। তিনি বলেন,‘  শেষ ম্যাচটা আমরা ১২.১ ওভারে আমাদের সবারই পরিকল্পনা ছিল জেতার। আমরা সে ইনটেন্ট নিয়েই খেলা শুরু করেছি। একটা পর্যায়ে যখন দেখলাম যে হবে না ১২ ওভারে, তখন স্বাভাবিকভাবে জেতার চেষ্টা করা হয়, তারপর আমরা ওটাও চেষ্টা করে পারিনি।’

Link copied!