‘টি টোয়েন্টি বিশ্বকাপে সুবিধা পেয়েছে ভারত’

স্পোর্টস ডেস্ক

জুন ২৮, ২০২৪, ০৮:২১ পিএম

‘টি টোয়েন্টি বিশ্বকাপে সুবিধা পেয়েছে ভারত’

ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার বোমা ফাটালেন। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সুবিধা দিয়েছে বলে দাবি করেছেন তিনি।

ইএসপিএন ক্রিকইনফোতে তিনি বলেছেন,‘ ভারতকে পরিষ্কার সুবিধা দেওয়া হয়েছে। রোহিতকে এটা মানতেই হবে। সে বলতে পারবে না যে এটা তাদের কাজটা সুবিধা করে দিচ্ছে না। ভারত নিশ্চয়ই তাদের দল সাজিয়েছে এটা মাথায় রেখে।’

ভারতে যেসব ভেন্যুতে খেলেছে সেটা আগেই ছক নাকি কষে রেখেছে আইসিসি। এ ব্যাপারে মাঞ্জরেকার বলেছেন, ‘ ‘সেমিফাইনাল ও ফাইনাল ভারতের সমস্যা ছিল। যখন আপনি জানবেন আপনার খেলা গায়ানায়, তখন আপনি চার স্পিনার দলে রাখবেন। এটাই হবে একটা কারণ।’

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভনও অভিযোগ এনেছেন। তিনি বলেন,‘ আমি বুঝতে পারছি। বিশ্ব ক্রিকেটে টাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ হলে বিষয়টি বোধগম্য হতো। কিন্তু আপনি যখন বিশ্বকাপ খেলবেন, আইসিসির উচিত অন্য দলগুলোর প্রতি আরও স্বচ্ছ হওয়া। ভারতের কারণে ক্রিকেটে টাকা আসে, তাই এই সুবিধা পেতে পারে না। আমি যেমনটা বললাম, দ্বিপাক্ষিক সিরিজে এসব হলে আমি বুঝতাম। কিন্তু বিশ্বকাপে আপনি একটি দলের প্রতি সহমর্মিতা, পক্ষপাত দেখাতে পারেন না। এই বিশ্বকাপ সম্পূর্ণ ভারতের জন্য সাজানো হয়েছে।’

Link copied!