মমতার অভিযোগ উড়িয়ে দিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৯, ২০২৪, ০৬:২০ এএম

মমতার অভিযোগ উড়িয়ে দিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

তিস্তা ও গঙ্গার পানি বণ্টন ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৮ জুন) সাপ্তাহিক ব্রিফিংয়ে পানি চুক্তি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “সরকারি তথ্য ও মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগের মধ্যে মিল নেই।”

মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টির আন্তর্জাতিক পর্যালোচনা হবে। সেজন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠিত হয়েছে। ওই কমিটির প্রতিটি বৈঠকে এই চুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত সবাই যোগ দিয়েছেন। এমনকি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধিও যোগ দিয়েছেন।”

তিনি আরও বলেন, “চলতি বছর ৫ এপ্রিল ওই কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের কী পরিমাণ শিল্প ও পানীয় জলের প্রয়োজন, সেটাও জানানো হয়েছিল।”

মুখপাত্র জানান, অভ্যন্তরীণ কমিটি তাদের প্রতিবেদন ইতিমধ্যেই পেশ করেছে। সেই প্রতিবেদন আপাতত বিবেচনাধীন।

গত ২২ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন, ২০২৬ সালে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির মেয়াদ উত্তীর্ণ হবে। চুক্তিটি নবায়নে উভয় দেশের কারিগরি বিশেষজ্ঞরা আলোচনা শুরু করবেন। সেই সঙ্গে তিনি এটাও জানিয়ে দেন, তিস্তা উন্নয়ন প্রকল্প সমীক্ষার ব্যাপারে ভারতের একটি কারিগরি দল খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবে।

Link copied!