জুন ২৮, ২০২৪, ০৮:১৭ পিএম
বার্বাডোজে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শনিবার (রাত ৮টা ৩০ মিনিট) মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত ২০০৭ সালের চ্যাম্পিয়ন। দক্ষিণ আফ্রিকা এই প্রথম ফাইনালে উঠেছে। সব মিলিয়ে রোমাঞ্চকর শিরোপা লড়াই সবাই চাইছে।
ভারত প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়। এরপর তারা ২০১৪ সালের ফাইনাল খেলেছে। সেবার শ্রীলংকার কাছে ফাইনালে হেরে গিয়েছিল। আবার তারা উঠেছে।
ফাইনাল সামনে রেখে রোহিত শর্মা আশার কথা বললেন। তিনি বলেন,‘ দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে। কারণ, মাথা ঠান্ডা থাকলে ও চাপ না নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া অন্য কোন পথ নেই। আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। ফাইনালে একই পরিকল্পনায় খেলতে চাই।’
ফাইনাল নিয়ে রোমাঞ্চিত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তিনি বলেন,‘ ফাইনালে খেলার সুযোগ পাওয়া বিশাল অর্জন। আমরা যখন বিশ্বকাপের জন্য আসি, শুধুমাত্র ফাইনালে খেলতে আসিনি। আমরা অন্য সব দলের মতো ফাইনাল জিততে এসেছি।’