সত্যিই কি বিলুপ্তির পথে নকিয়া!

পাপিয়া মামুন

জুলাই ৩, ২০২৪, ১০:৪৬ এএম

আজ থেকে ১৫ বা ২০ বছর আগের কোনও মোবাইল ব্র্যান্ডের কথা চিন্তা করলে প্রথম যে নামটি আসবে সেটি হচ্ছে নোকিয়া। একসময় সেলফোন বাজারে একা রাজত্ব করা ব্র্যান্ড নোকিয়া।

একটা সময় আমরা ফোন বলতে শুধু নোকিয়া কে চিনতাম। এমনকি আমাদের অনেকের প্রথম ফোন ছিল নোকিয়া। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেলফোনও নোকিয়ার তৈরি। আবার সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ টি মোবাইলফোনের তালিকায় নোকিয়ার রয়েছে ৮ টি ফোন।

নোকিয়া বারফোনের জনপ্রিয়তার পরে তারা প্রবেশ করে স্মার্টফোন মার্কেটে। বেশ কিছুদিন তারা অ্যাপেলকে টপকে ১ম স্থানে ছিল। কিন্তু নোকিয়ার সেই জনপ্রিয়তা এখন আর নেই। নোকিয়ার সেলফোন মার্কেট প্রায় বিলুপ্ত। তাই নোকিয়া এখন ফোন তৈরি করেনা। আমরা এখন বাজারে যে নোকিয়ার ফোনগুলো দেখতে পারি সেগুলো মূলত তৈরি করে এইস এম ডি গ্লোবাল। কোম্পানিটি পরিচালনা করে নোকিয়ার কিছু এক্সজিকিউটি।

নোকিয়া মূলত একটি ফিনিশ কোম্পানি। ফিনলান্ডের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড নোকিয়া। নোকিয়া কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় ১৮৮৫ সালে।

নোকিয়া প্রতিষ্ঠার পর থেকে তারা মূলত একটি পেপার কোম্পানি ছিল। এই ব্যবসাটি নোকিয়া ১০০ বছর চালিয়ে যায়। ৬০ এর দশকে তারা একটি কেবল কোম্পানি ও রাবার কোম্পানির সঙ্গে নিজেদের ব্যাবসার প্রসার ঘটায়। এরপর বিভিন্ন কোম্পানি খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যাবসা প্রসার করে নোকিয়া।

এক সময়ের জনপ্রিয় ফোন কি এবার বিলুপ্তির পথে!

২০১৬ সালে রি-ব্র্যান্ডিংয়ের মাধ্যমে নকিয়ার স্মার্টফোন এবং ফিচার ফোন নিয়ে আসে এইচএমডি গ্লোবাল। প্রতিষ্ঠানটি এবার নিজেদের নামে নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে। এইচএমডি গ্লোবাল মূলত বিশ্বব্যাপি নকিয়ার ব্র্যান্ডিং, মার্কেটিং এবং বাজারজাতকরণের কাজ করে।

গ্যাজেট ৩৬০ ডিগ্রির প্রতিবেদনে বলা হয়েছে, এইচএমডি গ্লোবাল তাদের নিজস্ব ব্র্যান্ডে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। চলতি বছরের প্রথম অর্ধে এটি বাজারে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। যদিও গতবছর অক্টোবর মাসে একথা নিশ্চিত ভাবে জানিয়েছিলেন এইচএমডি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট এবং এপি এসি রবি কুমার। সেই কথাই যেন এবার সত্যি হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এটিই এইচএমডির প্রথম স্মার্টফোন। আর কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে তা স্পষ্ট নয়।

Link copied!