ইউক্রেন ছেড়েছে সাড়ে ৩ লাখের বেশি জনগণ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৫:১৭ এএম

ইউক্রেন ছেড়েছে সাড়ে ৩ লাখের বেশি জনগণ

সামরিক হস্তক্ষেপ শুরু করার পর এক সপ্তাহে অন্তত ৩ লাখ ৬৮ হাজার শরণার্থী ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলিতে চলে গেছে। ইউক্রেনে রাতারাতি হামলা বেড়ে যাওয়ার পর জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) নতুন সংখ্যাটি টুইট করেছে।

ইউএনএইচসিআর-এর মুখপাত্র শাবিয়া মান্টু আনাদোলু এজেন্সিকে বলেন, ইউক্রেনের অভ্যন্তরে এক লাখেরও বেশি বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছে, তবে জাতিসংঘের কাছে এখনও হালনাগাদ পরিসংখ্যান নেই। আন্তর্জাতিক সীমান্তে এবং জুড়ে দুর্দান্ত আন্দোলনের খবর দেওয়া হচ্ছে। পরিস্থিতি খুব তরল এবং প্রতি ঘন্টায় পরিবর্তিত হয়, তিনি বলেছিলেন।

ইউএনএইচসিআর সতর্ক করেছে যে পরিস্থিতি আরও বাড়লে ৪০ লাখ বেসামরিক নাগরিক ইউক্রেন ছেড়ে পালিয়ে যেতে পারে। ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানায়, ইউক্রেনের প্রধান শহরগুলোতে তীব্র লড়াই চলছে। এর মধ্যে রয়েছে রাজধানী কিয়েভ, খারকিভ, খেরসন এবং ওডেসা, "এছাড়া সংঘর্ষ-বিধ্বস্ত দোনেস্ক এবং লুহানস্ক ওব্লাস্ট," এটি একটি প্রতিবেদনে বলেছে।

জাতিসংঘের সংস্থাটি বলেছে, ইউক্রেন থেকে পালিয়ে আসা লোকজন পোল্যান্ড, মলদোভা এবং রোমানিয়াসহ প্রতিবেশী দেশগুলোতে যাচ্ছে।

Link copied!