ইভ্যালি: দায়ী হলে তাহসান-ফারিয়াও আইনের আওতায় আসবে

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১২, ২০২১, ১২:৩৪ এএম

ইভ্যালি: দায়ী হলে তাহসান-ফারিয়াও আইনের আওতায় আসবে

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণার সাথে যদি তারকা তাহসান ও শবনম ফারিয়ার দায় থাকে, তাদেরকেও আইনের আওতায় আনা হতে পারে বলে জানিয়েছে সিআইডি। সোমবার (১১ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে সিআইডি এ কথা জানায়।

এদিকে কম দামে পণ্য বিক্রির নামে প্রতারণা করে আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ও থলে ডটকমের ৬ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

সিআইডি আরও জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেয়ার কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নেয়া একটি চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল চক্রটি। সম্প্রতি চক্রটি কয়েকজনকে নিয়োগপত্র দেয়ার পর চাকরিস্থলে গিয়ে ভুক্তভোগীরা জানতে পারেন তাদের নিয়োগপত্র ভুয়া।

চক্রটি জনপ্রতি ৮-১০ লাখ টাকা করে ১১ জনের কাছ থেকে এক কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় সিআইডি।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে পরবর্ত ী দুই বছরের জন্য ‘ফেস অব ইভ্যালি’ ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

অন্যদিকে, ২০২১ সালের জুন মাসে ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা (পাবলিক রিলেশনস) হিসেবে  যোগদান করেন অভিনেত্রী শবনম ফারিয়া। এছাড়া তিনি প্রতিষ্ঠানটির মিডিয়া ও কমিউনিকেশনস প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

Link copied!