২৫ রোজার পর রাস্তায় নামানো হবে রং করা পুরাতন গাড়ি

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৩, ২০২২, ০৭:২০ পিএম

২৫ রোজার পর রাস্তায় নামানো হবে রং করা পুরাতন গাড়ি

ঈদে লাখ লাখ মানুষ একসঙ্গে ঢাকা থেকে গ্রামে ছুটে যান। আবার পরিবার পরিজনের সঙ্গে ঈদ করে ঢাকায় ফিরে আসেন। বিপুল সংখ্যক মানুষ দুই তিন দিনের মধ্যে ঢাকা ছাড়ার কারণে পরিবহনে প্রচণ্ড চাপ পড়ে। সেই চাপ সামলাতে পুরাতন বাসকে নতুন রুপে ফেরাতে ব্যস্ত বাস মালিক ও শ্রমিকরা। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়ার্কসপের কারিগর ও রঙ মিস্ত্রিরা পুরনো বাস মেরামত ও রঙ করতে ব্যস্ত সময় পার করছেন। 

বহু বছরের পুরোনো গাড়ির বডিতে রঙ দিয়ে নতুন করে সাজানো হচ্ছে যাত্রীদের আকর্ষণের জন্য। গাবতলীর পাশে বেরিবাধ ঘুরে দেখা গেছে, রাস্তার ওপরে বেশ কয়েকটি ওয়ার্কশপে শ্রমিকরা ভাঙা-চোরা পুরাতন গাড়িতে দিন রাত রঙ করে যাচ্ছেন। ঈদের সময় বহু বছরের পুরাতন এসব গাড়ি মেরামত করে নতুন সাজে সড়কে নামানো হবে। ২৫ রোজার পরই এই গাড়িগুলো সড়কে নামানো হবে বলে জানিয়েছেন ওয়ার্কসপের কর্মচারীরা।

 

Link copied!