গাজায় যুদ্ধের জেরে ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মালদ্বীপ। তবে এ-সংক্রান্ত নতুন আইন কবে থেকে কার্যকর হবে সেটা খোলাসা করা হয়নি এখনও।
গতকাল রোববার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানায়, মন্ত্রিসভার সুপারিশের পরিপ্রেক্ষিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেন। দেশটির আইন সংশোধন করা হবে ও তদারকিতে একটি মন্ত্রিপরিষদ উপকমিটি গঠন করা হবে।
নিষেধাজ্ঞা ঘোষণার পরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে মালদ্বীপ ভ্রমণ এড়াতে ও সেখানে থাকা ইসরায়েলি নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল