ঈদের জামাত শেষে নগরীর পথে পথে পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২২, ০৩:০২ পিএম

ঈদের জামাত শেষে নগরীর পথে পথে পশু কোরবানি

ধর্মীয় ভাব-গাম্ভীর্যে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের নামাজ শেষ করেই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানেরা ত্যাগের মহিমায় পশু জবাই দিতে শুরু করেন। মসজিদের ইমাম-মোয়াজ্জেন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা পশু জবাইয়ে অংশ নেন। প্রতিবেশীরা একে অপরের গরু জবাই দিতে সহযোগিতা করেন। বাড়ির সামনের রাস্তায়, গাড়ির গ্যারেজ এবং কেউ কেউ খোলা মাঠে পশু কোরবানি দিচ্ছেন।

সিটি করপোরেশন থেকে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার নির্দেশনা থাকলেও রাজধানীর অলি-গলিতে কোরবানি করতে দেখা যাচ্ছে নগরবাসীদের। হজরত ইব্রাহিমের (আ.) দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে ঈদ উদযাপিত হচ্ছে।  

 

Link copied!