ময়মনসিংহের নান্দাইলে ফজরের ওয়াক্তে মসজিদের পথে কয়েকটি কুকুরের সংঘবদ্ধ হামলায় এক মুসল্লি নিহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। এরই মধ্যে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৮ মে) ভোরে উপজেলার দক্ষিণ চারিআনিপাড়া নদীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম- ইজাজুল হক। তার বাবা উপজেলার শেরপুর গ্রামের মৃত ছমির উদ্দিন। একটি কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, ইজাজুল বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন। প্রতিদিনের মতো গত রাতেও ফজরের নামাজ আদায় করতে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু মসজিদে যাওয়ার পথে কয়েকটা কুকুর তাকে সংঘবদ্ধভাবে হামলা করে। এ সময় তার শরীরের বিভিন্ন অংশসহ নাড়িভুঁড়িও কুকুর খেয়ে ফেলে।
নান্দাইল হাসপাতালের অবসরপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক শহীদুল্লাহ বলেন, “কুকুরের কামড়ে ঘটনাস্থলে নিহত হন ইজাজুল। খবর পেয়ে তার ভাবী নাজমুন্নাহার নাজমা ও ভাতিজা হামিমসহ স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি নিয়ে ইজাজুলের লাশ নিয়ে বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা।”