উত্তরায় তিন শতাধিক হিজড়ার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৬, ২০২১, ০১:৫৯ এএম

উত্তরায় তিন শতাধিক হিজড়ার বিরুদ্ধে মামলা

রাজধানীর উত্তরায় তিন শতাধিক হিজড়ার বিরুদ্ধে মামলা করেছেন আব্বাস উদ্দিন আশিক নামের এক ব্যক্তি। তবে তিনি হিজড়া সম্প্রদায়ের কেউ নন বলে জানান। 

সোমবার (২৪ অক্টোবর) বিকালে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কে হিজড়াদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর তের (১৩) জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত আরও ২০০/৩০০ জন হিজড়ার বিরুদ্ধে একই সম্প্রদায়ের আট জনকে আহত করার কথা উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন  আশিক। 

এ বিষয়ে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’ 

ভুক্তভোগীর পক্ষের হিজড়াদের গুরু আপন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘ওদের হামলায় আমরা গুরুতর আহত। এ অবস্থায় ফোনে কথা বলাও সম্ভব না।’

আদালতে জামিন নিতে আসা মামলার আসামী হাজী কচি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘আসলে মামলাটা পুরো মিথ্যা। ওদের সাথে আমাদের দেখা বা কোন কথাই হয় নাই। অথচ ফোন দিয়ে আমাদেরকে ব্যাপক গালাগালি করেছে।’

মামলার তিন নস্বর আসামী রাখি শেখ বলেন, ‘ওই খানে শত শত লোক ছিল। মারামারি বা হামলার ঘটনা ঘটলে তারা তো দেখবেই। সেই সাথে সেখানে সিসি ক্যামেরাও ছিল, ওই রকম কিছু থাকলে ক্যামেরায় ধরা পরবে।’

মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তা মো বুরজাহন সিনিয়রদের অনুমতি ছাড়া কোন কথা বলা যাবেনা বলে জানান। 

Link copied!