উন্নয়নের 'আলাদিনের আশ্চর্য চেরাগ' শেখ হাসিনা: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুন ২, ২০২২, ০১:৫৭ এএম

উন্নয়নের 'আলাদিনের আশ্চর্য চেরাগ' শেখ হাসিনা: নৌপ্রতিমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের জনগণের জীবনমান উন্নয়নের 'আলাদিনের চেরাগ' বলে মন্তব্য করেছেন নৌপরিবহন  প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

বুধবার দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জে আবদুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

"ইউনিয়ন স্বাস্থ্য  ও পরিবার কল‍্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার লক্ষ‍্যে অবহিতকরণ" শীর্ষক ওই কর্মশালায় নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ সাস্টেইনএবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) নির্ধারিত সময়ের আগেই অর্জন করেছে। এসডিজি'র অনেক বিষয়ে বাংলাদেশের অগ্রগতি আছে; এক্ষেত্রে পৃথিবীর পাঁচটি দেশের মধ‍্যে বাংলাদেশের অবস্থান।”

জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে তৃতীয়বার সরকারের দায়িত্বে রয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “ধারাবাহিকভাবে তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার কারণে ২০২১ সালের আগেই প্রেক্ষিত পরিকল্পনার লক্ষ‍্য অর্জন করেছি। জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ‍্যগুলো অর্জন করেছি। প্রথমত দারিদ্রতা জয় করেছি।”

সাংবিধানিক ধারাবাহিকতা না থাকাটা বাংলাদেশের অগ্রগতির বিরাট বাধা ছিল মন্তব্য করে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, “ বার বারই দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হতো এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করে দেশে একটি অরাজনৈতিক পক্ষ দেশ পরিচালনা করত। হত‍্যা, খুন, গুম এগুলো ছিল রাজনৈতিক পালাবদলের নিয়ামক শর্ত। ৭৫এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত‍্যা করার পর দেখেছি দেশ কখনো সাংবিধানিক ধারাবাহিকতায় চলেনি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধিদের বিচার হয়েছে। অপরাধ করে ৪০ বছর যারা দাপিয়ে বেড়িয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এ জিনিসটি এখন বাংলার মানুষের বিশ্বাস হয় যে, অপরাধ করে পার পাওয়া যাবেনা।”

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, “একসময় বাংলার মানুষের খাদ‍্যের নিরাপত্তা ছিলনা; পুষ্টিতো পরের কথা।'আলাদিনের আশ্চর্য চেরাগের' মতো এখন আমাদের জীবনমানের অনেক উন্নয়ন হয়েছে। এ 'আলাদিনের আশ্চর্য চেরাগ' হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।” প্রতিমন্ত্রী বলেন, ”খাদ‍্যে নিরাপত্তার পর আমরা এখন পুষ্টির দিকে নজর দিচ্ছি। মা ও শিশুর স্বাস্থ‍্য সুরক্ষায় অবহেলা করা যাবেনা। এক্ষেত্রে সকলকে সচেতন থাকতে হবে। বাল‍্যবিবাহ কমাতে হবে। স্বাস্থ‍্য ও পরিবার কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।”

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা বিষয়ক পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। নৌপরিবহন প্রতিমন্ত্রী এর আগে সেতাবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের  উদ্বোধন করেন।

Link copied!