উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩০, ২০২১, ০৭:১৮ পিএম

উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে চারটি অঞ্চল বাদে সারা দেশেই ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস প্রদান করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে খুলনা-সাতক্ষীরাসহ আরও বেশ কিছু স্থানে অতিবর্ষণের হতে পারে বলে জানানো হয়েছে।

আজ শুক্রবারও সারা দেশে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। অব্যাহত বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের পূর্বাভাস বহাল রাখা হয়েছে। সেই সঙ্গে দেশের সমুদ্রবন্দরগুলোয়ও ৩ নম্বর সতর্কসংকেতও বহাল আছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। তবে এই ২৪ ঘণ্টা পরবর্তী ২ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি মূলত ২৬ জুলাই থেকে শুরু হয়েছে। তারপর ২৭ জুলাই লঘুচাপের সৃষ্টি হয়েছে। সেই লঘুচাপটি আজ নিম্নচাপে পরিণত হয়েছে। দেশে এখন যে বৃষ্টি হচ্ছে তা মূলত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। বর্তমানে নিম্নচাপ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি প্রভাব পড়েছে।

শুক্রবার (৩০ জুলাই) ঢাকায় সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে রাতে বৃষ্টি থাকবে না। বরং আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে শনিবার সকালে বৃষ্টির দেখবে রাজধানীবাসী। তবে শনিবারও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল ও খুলনা অঞ্চলে।

Link copied!