সংসদে নাসিরের মুক্তি চাইলেন জাপা নেতা টিপু

নিজস্ব প্রতিবেদক

জুন ১৮, ২০২১, ০১:১৩ এএম

সংসদে নাসিরের মুক্তি চাইলেন জাপা নেতা টিপু

এবার সংসদে পরীমণির মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদের দ্রুত মুক্তি চাইলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বৃহস্পতিবার সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, 'আমি সরকারের কাছে আবেদন রাখব, অবিলম্বে নাসির মাহমুদকে যাতে এই ইস্যু থেকে অব্যাহতি দেওয়া হয়।'

ঢালিউড অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদ নিজেও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। তার মুক্তি চেয়ে গোলাম কিবরিয়া টিপু বলেন, 'ওই ক্লাবে যে নায়িকা গিয়েছিলেন, তারাতো অভিনয় করতে জানেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তাকে কোলে করে একটা গাড়িতে তোলা হচ্ছে। তাদের এই সমস্ত দিকে লক্ষ্য রেখে আমি সরকারের কাছে আবেদন রাখব, অবিলম্বে নাসির মাহমুদকে যাতে এই ইস্যু থেকে অব্যাহতি দেওয়া হয়।'

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য টিপু বলেন, ‘গত কয়েকদিন ধরে একজন অভিনেত্রী ও আমাদের প্রেসিডিয়াম সদস্যকে নিয়ে ঘটনা দেখছি। নাসির উদ্দিনকে আমি প্রায় ৩৫ বছর ধরে চিনি। প্রায় ছাত্র অবস্থা থেকে। সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরকারকে খাজনা দেয়।’

এর আগে মঙ্গলবার (১৫ মে) জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতা এবং সংসদ সদস্য চুন্নু দলের প্রেসিডিয়াম সদস্য নাসিরকে ‘ভালো লোক’ হিসেবে উল্লেখ করেন।

সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে নাসির সহ মোট ৫ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার দায়ে এবং অবৈধ বিদেশী মদ এবং মাদকদ্রব্য রাখার দায়ে গ্রেফতার করা হয় তাদের।

রবিবার (১৩ জুন) সন্ধ্যায় ফেসবুকে এক স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে তিনি জানান, তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে রাতে সংবাদ সম্মেলন করে অভিযুক্তের নাম বলেন পরীমণি। সোমবার (১৪ জুন) সকালে এ বিষয়ে সাভার থানায় একটি মামলাও দায়ের করেন পরীমণি। দুপুরের মধ্যে মামলার প্রধান আসামী নাসিরসহ আরও ৪ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ বলছে, এই বাসায় প্রতিদিন ডিজে পার্টির আয়োজন করতেন নাসির। উঠতি বয়সী তরুণীদের দিয়ে অনৈতিক কার্যকলাপ করানো হতো। বাড়িটিতে যাতায়াত ছিল অনেকের। গোয়েন্দা বিভাগ (উত্তর-তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ বলেন, জনপ্রিয় নায়িকা পরীমণির মামলার পরিপ্রেক্ষিতে নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরবর্তীতে ১৬ তারিখে গুলশানের অল কমিউনিটি ক্লাবের পক্ষ থেকে পরীমণির বিরুদ্ধে মামলার তথ্য পাওয়া যায়। জানা যায়, বোট ক্লাবে যেদিন এই ঘটনা ঘটে সেইদিন রাতে অল কমিউনিটি ক্লাবে ভাংচুর চালিয়েছিলেন এই আলোচিত ঢালিউড অভিনয়শিল্পী।

Link copied!