কি কারণে আল্লাহর সাহায্য চেয়ে আরাভের পোস্ট!

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২০, ২০২৩, ১০:২৬ পিএম

কি কারণে আল্লাহর সাহায্য চেয়ে আরাভের পোস্ট!

ফেসবুকে একটি ছবি শেয়ার করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জুয়েলারি ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান লিখেছেন আল্লাহ সহায় হোন। ছবিটিতে দেখা যায়, বাংলাদেশের একটি গণমাধ্যমের ব্রেকিং সংবাদ- আরাভ খানের দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা ও ইন্টারপোলের রেড এলার্ট জারি।

সোমবার বিকেলে এই ব্যক্তিগত ফেসবুক পেইজে এই স্ট্যাটাস দেন আরাভ খান।

এর আগে দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য বাংলাদেশ পুলিশ আবেদন করেছে। 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বক্তব্যের লাইভ শেয়ার করে আল্লাহর সাহায্য চান আরাভ।

পুলিশপ্রধান বলেন, ‘আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে, তাঁর যে নামে আমরা চার্জশিট দিয়েছি, ওই নামে রেড নোটিশ জারির একটা বিষয় (আবেদন/অনুরোধ) দিয়েছি। এটা ইন্টারপোল গ্রহণ করেছে। এটা নিয়ে আমরা কাজ করছি, কীভাবে কাজ করছি সেটা সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি না তদন্তের স্বার্থে।’

তিনি আরও বলেন, ‘দেশ থেকে যদি কোনো আসামি পলায়ন করে বিদেশে চলে যায়, যখন আমরা তাঁর সম্পর্কে মোটামুটি কিছু তথ্য পাই, তখন আমরা একটা রেড নোটিশ জারি করি। এটা ইন্টারপোল হেড কোয়ার্টারে যায়। আমি যেটা খবর পেয়েছি যে, এটা তাঁরা অ্যাকসেপ্ট করেছে।’

সম্প্রতি আরব আমিরাতের দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামে একটি গয়নার দোকান উদ্বোধন হয়েছে আরাভের। সেটি উদ্বোধন করতে বাংলাদেশ থেকে উড়ে যান ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেত্রী ফারদিন দীঘি, ইউটিউবার হিরো আলমসহ বিনোদন জগতের আরও কয়েকজন। আর সেই আয়োজন ঘিরে দেশে শুরু হয় তোলপাড়। 

জানা যায়, এই আরাভ খানই মূলত ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম।

পুলিশ জানায়, ইন্টারপোলের মাধ্যমে আরাভকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে। তিনি কীভাবে দেশত্যাগ করলেন সেটিও খতিয়ে দেখা হবে।

ডিবির ভাষ্যমতে, আরাভ খান হত্যা মামলার পলাতক আসামি। একই সাথে দরিদ্র পরিবারের সন্তান আরাভ মাত্র ৩ থেকে ৪ বছরে কীভাবে অঢেল সম্পত্তির মালিক হলেন, তাঁর টাকার উৎস কী— এসব প্রশ্ন মুখে মুখে ঘুরছে অনেকের। এখন পুলিশের প্রধান লক্ষ্য হচ্ছে আরাভ খান ওরফে রবিউলকে দেশে ফিরিয়ে আনা।

Link copied!