নারী আম্পায়ারের অধীনে খেলতে না চাওয়াদের আজীবন নিষিদ্ধের দাবি শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৮, ২০২৪, ১১:২৫ এএম

নারী আম্পায়ারের অধীনে খেলতে না চাওয়াদের আজীবন নিষিদ্ধের দাবি শিক্ষামন্ত্রীর

মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নারী আম্পায়ারের অধীনে খেলতে না চাওয়াদের আজীবন নিষিদ্ধের দাবি করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, ‘নারী আম্পায়ার এর অধীনে কোনো ক্রিকেটার যদি খেলায় অংশগ্রহন করতে না-রাজি দেয়, আইসিসির মাধ্যমে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সেইসব ক্রিকেটারদের চিরতরে নিষিদ্ধ করা উচিৎ! খেলাধুলা এদের জন্যে নয়। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আর ডাইনোসরদের স্থান প্রাগৈতিহাসিক যুগে!’

গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে মনিরুজ্জামানের সঙ্গে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার দায়িত্ব পাওয়ায় আপত্তি জানিয়েছিল দুই দল।

এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা।

Link copied!