প্রেম ও যৌনতাবিহীন নতুন এই বিয়ের পদ্ধতির নাম ‘ফ্রেন্ডশিপ ম্যারেজ’। এই বিয়েতে ভালোবাসা এবং যৌন সম্পর্ক স্থাপনের প্রয়োজন পড়ে না। জাপানের ১২ কোটি চার লাখ জনসংখ্যার মধ্যে এক শতাংশ এমন সম্পর্কে আগ্রহী। এই বিয়ে হলো এমন একটি সম্পর্ক যেখানে দুজন মানুষ প্রেম-ভালোবাসা কিংবা যৌন আকর্ষণ ছাড়াই একে অপরের সঙ্গী হয়ে থাকেন। জাপানের ১২ কোটি ৪০ লাখ মানুষের মধ্যে কয়েক হাজার মানুষ এই ধরনের সম্পর্ককে বেছে নিয়েছেন।
ফ্রেন্ডশিপ বিয়ে নিয়ে বিশেষভাবে কাজ করা প্রতিষ্ঠান ‘কালারস’এর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালের মার্চ থেকে জাপানের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০০ মানুষ এই বিয়ে করেছেন। তারা পরিবারও গঠন করেছেন। আবার কোনও কোনও দম্পতি সন্তানও বড় করছেন।
এই বিয়ে প্রচলিত বিয়ের চাইতে কিছুটা আলাদা। ফ্রেন্ডশিপ বিয়েতে দুজন মানুষ সাধারণত বিয়ের আগে একে অপরের সঙ্গে দেখা করেন। বিয়ের আগে তারা কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্তও একসঙ্গে কাটাতে পারেন। মূলত এই সময়ের মধ্যে তারা তাদের দাম্পত্য জীবন কীভাবে কাটাবেন সেই সম্পর্কে বোঝাপড়া করেন। তারা একসঙ্গে কোথায় খাবেন, খরচগুলো কীভাবে ভাগাভাগি করবেন, কে লন্ড্রি করবেন এসব বিষয়ে আলোচনা করেন।
এই ধরনের বিয়ে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘কালারস’ জানায়, কোনও আবেগপূর্ণ সম্পর্ক না থাকলেও বিয়ের আগে দুজনের আলোচনার ফলে প্রায় ৮০ ভাগ দম্পতি সুখী জীবনযাপন করেন। কিছু দম্পতি কৃত্রিম উপায়ে সন্তানেরও জন্ম দেন।