বাজারে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন ‘সি৬৫’

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২৪, ০২:৪২ পিএম

বাজারে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন ‘সি৬৫’

প্রতীকী ছবি

শিগগিরই বাংলাদেশের স্মার্টফোনের বাজারে নতুন উদ্ভাবন নিয়ে হাজির হতে যাচ্ছে ব্র্যান্ড সি সিরিজের স্মার্টফোন রিয়েলমি ‘সি৬৫’। এটি কেবল একই দামের অন্যান্য ব্র্যান্ডের ফোনের চেয়ে এগিয়ে নয়, বরং টেকনোলজিতেও স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড তৈরি করতে সক্ষম হয়েছে। ফলে মাঝারি পর্যায়ের বাজেটের এই ফোন এন্ট্রি লেভেলের ফোন ব্যবহারকারীদের দেবে একটি অভূতপূর্ব অভিজ্ঞতা।

‘রিয়েলমি সি৬৫’ ব্র্যান্ডটির নতুন ‘এসেনসিয়াল প্লাস’ পজিশনিংয়ের প্রথম মডেল। ডিভাইসটির উন্মোচনের পরেই টেকপাড়াই শোরগোল পড়ে গেছে। স্মার্টফোনপ্রেমীরা ডিভাইসটি ব্যবহার করে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরছেন।

একই দামের অন্যান্য ব্র্যান্ডের ফোনের মধ্যে রিয়েলমি ‘সি৬৫’ একমাত্র ডিভাইস, যার রয়েছে টিইউভি-এসইউডি সার্টিফিকেশন থেকে পাওয়া সম্মানজনক জার্মান ফোর-ইয়ার স্মুদ সার্টিফিকেশন। বিশ্বস্ততা ও গুণগতমানের ট্রেডমার্ক হিসেবে জার্মানির টিইউভি (টেকনিক্যাল ইন্সপেকশন অ্যাসোসিয়েশন) বিশ্বব্যাপী অত্যন্ত স্বীকৃত একটি সংস্থা। টিইউভি এর সার্টিফিকেশন এই নিশ্চয়তা প্রদান করে যে, একটি পণ্য, পরিসেবা বা প্রক্রিয়া নিরাপত্তার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং এটি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিধির প্রয়োজনীয়তা মেনে চলে।

‘সি৬৫’ ডিভাইসে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতার একটি ম্যারাথন ব্যাটারি, যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই চার্জহীন একটি ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব। ফলে ব্যাটারি লাইফ নিয়ে দুশ্চিন্তামুক্ত একটি দিন কাটাতে পারবেন ফোন ব্যবহারকারীরা। এই প্রযুক্তির মাধ্যমে, ডিভাইস ব্যবহারকারীরা বাধাহীনভাবে ফোন ব্যবহারের পাশাপাশি পাবেন দ্রুত ফোন চার্জ করার সুবিধা, যা সব মিলিয়ে তাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

শুধু প্রযুক্তিগত উদ্ভাবনের দিকেই নয়, এর বাইরে গিয়ে কোয়ালিটি রক্ষায় ছোট ছোট বিষয়েও নজর দেওয়া হয়েছে ‘সি৬৫’ ডিভাইসটিতে। ব্যবহারকারীরা যাতে সন্তুষ্ট থাকে এবং তাদের মোবাইলে কাজ করার ক্ষেত্রে যাতে একটি বিশ্বস্ত পার্টনার পায়, তা নিশ্চিত করতে রিয়েলমির প্রতিটি স্মার্টফোনকে নানা ধরনের কঠিন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। 

Link copied!