কেউ ডিবি পরিচয় দিলে আইডি কার্ড দেখাতে হবে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৯, ২০২২, ১০:৩৯ পিএম

কেউ ডিবি পরিচয় দিলে আইডি কার্ড দেখাতে হবে

ডিবি পরিচয়ে অভিযান পরিচালনা করতে চাইলে আইডি কার্ড দেখতে চাওয়ার পরামর্শ দিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, এইটুকু বলতে চাই আমরা স্বচ্ছ। কোথাও কোনো এলাকায় কেউ ডিবির নাম ব্যবহার করলে আপনারা চ্যালেঞ্জ করবেন। আইডি কার্ড দেখাতে না পারলে তখন আপনারা যা করবার তা করবেন।

রোববার (৯ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সম্প্রতি ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ী থেকে দুই জন ব্যক্তিকে উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা থানায় এ নিয়ে জিডি করতে গেলে তাদের জিডিতে লিখতে বলা হয় যে, নিখোঁজরা বাসা থেকে বাইরে গিয়ে আর ফিরে আসেননি।

এ ‍নিয়ে প্রশ্ন করা হলে হারুন অর রশীদ বলেন, কেউ ডিবি পরিচয় দিলে তাদের আইডি কার্ড দেখতে চাওয়ার অনুরোধ জনগণের কাছে থাকবে। ডিবির প্রতিটা টিমের কাছে বলা আছে, যে এলাকায় অভিযান পরিচালনা করবেন চাহিবা মাত্র কার্ড প্রদর্শন করবেন। আমরা শুনেছি, ডিবির পরিচয় দিয়ে অনেককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমাদের কাছে এলে অনেক খোঁজাখুঁজি করেও এসব ব্যক্তিদের পাওয়া যায়নি। যখন খোঁজাখুঁজি করে পাইনি তখন আমরা মনে করি কেউ ডিবির পরিচয় দিয়ে অন্য কেউ ওই ব্যক্তিকে উঠিয়েছে।

তিনি আরও বলেন, ডিবি যখন অভিযান করে তখন সঠিক তথ্য দিয়েই অভিযান পরিচালনা করে। ডিবির নাম যেন কেউ ব্যবহার না করতে পারে সে জন্য আমরা যেমন অত্যাধুনিক আইডি কার্ড তৈরি করেছি, তেমনি কিউআর কোড সম্বলিত নতুন পোশাকও সংযুক্তি করেছি। যদি সেসব না থাকে তাহলে মনে রাখতে হবে ডিবির নাম কেউ ব্যবহার করেছে।

Link copied!