গণটিকা কার্যক্রম শুরু দৌলতদিয়ার যৌনপল্লীতে

ডেস্ক রিপোর্ট

আগস্ট ১৯, ২০২১, ০৭:৫৭ পিএম

গণটিকা কার্যক্রম শুরু দৌলতদিয়ার যৌনপল্লীতে

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির সুবিধাবঞ্চিত কয়েক হাজার মানুষকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) পল্লির পাশেই স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্প স্থাপন করে তাদেরকে টিকা দেওয়া শুরু করে স্থানীয় প্রশাসন।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে দৌলতদিয়া যৌনপল্লীর পিছিয়ে হাজারো বাসিন্দাকে গণটিকা কর্মসূচীর আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয় । প্রশাসনকে সহযোগিতা করছে দৌলতদিয়া যৌনপল্লি নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা।

দেশের সর্ববৃহৎ এই যৌনপল্লীতে প্রায় দেড় হাজরেরও অধিক যৌনকর্মীসহ নানা পেশার মানুষ বসবাস করেন। অত্যন্ত ঘিঞ্জি পরিবেশ হওয়ায় করোনাভাইরাস সংক্রমণের চরম ঝুঁকিতে রয়েছে  পল্লীটি। এরা অতি অসচেতন, অবহেলিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠী। তাই দেশজুড়ে গণটিকা কার্যক্রম শুরু হলেও আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছিল না এই পল্লী থেকে। বিষয়টি আমলে নিয়েই এসব মানুষকে টিকা প্রদানের  জন্য স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন গণমাধ্যমে জানান, অন্যান্য যে কোনো জায়গার চেয়ে দৌলতদিয়া পূর্বপাড়ায় (যৌনপল্লি) করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি। এখানে যেমন অত্যন্ত ঘনবসতি তেমনই সারাদেশ থেকে মানুষ এখানে যাতায়াত করে। কিন্তু এখানকার বাসিন্দারা অসচেতন হওয়ায় নিয়ম মেনে টিকাকেন্দ্রে গিয়ে টিকা গ্রহণে তেমন আগ্রহী নয়। তাই পল্লির পাশেই তাদের কোভিড টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এখানকার শতভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ গণমাধ্যমে জানান, ‘স্থানীয় বিভিন্ন এনজিওর কর্মীরা টিকার রেজিস্ট্রেশনের বিষয়টি পুরোপুরি সম্পন্ন করছেন। এখন আমাদের স্বাস্থ্যকর্মীরা দ্রুততার সাথে তদের টিকা প্রদান করছেন।’

Link copied!