গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভুতুড়ে ফলাফল

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৭, ২০২১, ০৪:৩৩ এএম

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভুতুড়ে ফলাফল

দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে মানবিক শাখার ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল নিয়ে অভিযোগ উঠেছে৷ গত ২৪ অক্টোবর মানবিক শাখা অর্থাৎ বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৬ অক্টোবর) সে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল পাওয়ার পর অনেকেই অভিযোগ করেছেন তাদের ফলাফল সঠিক আসেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে একটি গ্রুপে সালমান ফারসি নামে একজন অভিযোগ করে লিখেছেন, অন্য একজনের সাথে পরীক্ষার প্রশ্নের উত্তর মেলানোর পর দেখা যায় দুজনের নাম্বারই সমান হওয়ার কথা। কিন্তু অদ্ভুতভাবে যার সাথে তিনি উত্তর মিলিয়েছেন পরীক্ষার ফলাফলে তার দ্বিগুণ নাম্বার এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একাধিক শিক্ষার্থী গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল নিয়ে একই রকম অভিযোগ করেছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর যে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে সে ওয়েবসাইটে ফলাফল আর দেখা যাচ্ছে না। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে যান্ত্রিক মেরামতের জন্য ফলাফল প্রদর্শন সাময়িকভাবে স্থগিত রয়েছে বলে একটি নোটিশ দেয়া হয়েছে।

গুচ্ছের ওয়েবসাইট। 

এ বিষয়ে জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়নি। ফলাফল স্থগিত করার কোন সুযোগ নেই।

অন্যদিকে, গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানকে এ বিষয় সম্পর্কে জানার জন্য একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

Link copied!