নির্বাচন কমিশন হবে গ্রহণযোগ্য পন্থায়: কাদের

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৭:২৯ পিএম

নির্বাচন কমিশন হবে গ্রহণযোগ্য পন্থায়: কাদের

সব দলের মতামতকে গুরুত্ব দিয়েই গ্রহণযোগ্য পন্থায় নতুন নির্বাচন কমিশন গঠনে শীঘ্রই সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভায় একথা বলেন তিনি।

সভায় ওবায়দুল কাদের বলেন, ‘এর আগে রাষ্ট্রপতির আহ্বানে বিএনপিসহ সব দলের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এবারও সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে’।

ওবায়দুল আরো বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনে বিএনপির দেয়া নাম থেকে মাহবুব তালুকদারকে কমিশনার করা হয়েছে। তিনি তো প্রায়ই বৈঠকে অন্য কমিশনারের মতের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেন। নোট অব ডিসেন্ট দেন’।

বিএনপির রাজনীতি প্রসঙ্গে সভায় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা কেবল মুখেই গণতন্ত্রের কথা বলেন। বিভাগ, জেলা পর্যায়ে তাদের দলীয় কাঠামো নেই। তাদের সাংগঠনিক কার্যক্রমও প্রশ্নবিদ্ধ। তাদের সম্মেলনও নেই। আর সম্মেলন হলেও তারা কোন মিটিং করেন না’।

দেশে অরাজক-অস্থিতিশীল পরিবেশ তৈরী করে আন্দোলন করলে বিএনপিকে কঠোর জবাব দেয়া হবে বলেও হুশিয়ারী দেন ওবায়দুল কাদের।

আগাম কোন নির্বাচন হবে প্রসঙ্গে বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। আমাদের দলের সম্মেলনও নির্ধারিত সময়ে হবে। আওয়ামী লীগে আগাম সম্মেলনের নজির নেই’।

Link copied!