হারার ভয়ে বিএনপি ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে আটটার দিকে দিনাজপুরের বোচাগঞ্জের ধনতলা সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নৌ-প্রতিমন্ত্রী বলেন, “মানুষ আগ্রহী হয়ে ভোট দিচ্ছেন। এই অবাধ, সুষ্ঠু নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে। বিএনপি দেশকে ধ্বংস করতে চায়। তাই জনগণও তাদের বর্জন করেছে।”
তিনি আরও বলেন, “উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। মানুষ আগ্রহী হয়ে ভোট দিচ্ছে। এবার নির্বাচনে সব পদে প্রতিদ্বন্দ্বী রয়েছে। প্রার্থীরা সম্মানের সঙ্গে লড়ছে। ধান কাটা-মাড়াই মৌসুম, তীব্র গরম ও বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা উৎসবের আমেজে প্রচার চালিয়েছে। ভোটের উৎসব চলছে।”
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “ভোট মানুষের সম্মানের, আত্মমর্যাদার। আর এই আত্মসম্মান আমরা পেয়েছিলাম ‘৭১’র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আমরা বিজয়ী জাতি, এই জাতি কখনই পরাজিত হবে না। পাকিস্তানি হানাদারদের পরাজিত করে আমরা বিজয়ী হয়েছি। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেখানে বিএনপি দেশকে অন্ধকারে তলিয়ে দেওয়ার রাজনীতিতে নেমেছে। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।”