সরকারি লোগো লাগানো গাড়ি থেকে ৭ লাখ পিস ইয়াবা জব্দ

জাতীয় ডেস্ক

মে ২১, ২০২৪, ০২:৩০ পিএম

সরকারি লোগো লাগানো গাড়ি থেকে ৭ লাখ পিস ইয়াবা জব্দ

ছবি: সংগৃহীত

গাড়িতে সড়ক ও জনপদ বিভাগের লোগো ব্যবহার করে পাচারের সময় কক্সবাজারে টেকনাফে থেকে সাত লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব।

সোমবার (২০ মে) রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন সংলগ্ন মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকা থেকে চারজনসহ গাড়িটি আটক করা হয়।

আটককৃতরা হলেন আবদুল আমিন (৪০), জাফর আলম (২৬), মো. আবদুল্লাহ (৩৫), ও তার ভগ্নিপতি নুরুল আবসার (২৮)।

কক্সবাজারের র‍্যাব-১৫ উপঅধিনায়ক মেজর শরিফুল আহসান বলেন, “মিয়ানমার থেকে ইয়াবাগুলো বাংলাদেশে সরবরাহ করছিল মিয়ানমারের বাসিন্দা রোহিঙ্গা সিরাজ। এই সিরাজের মাধ্যমেই বেশির ভাগ ইয়াবা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন মাদক কারবারিরা। জব্দকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য ৩ কোটি টাকার বেশি।”

তিনি আরও বলেন “আটক আবদুল্লাহর বাবা আবু সৈয়দের মালিকানাধীন গাড়িটিতে সড়ক ও জনপদ অধিদপ্তরের লোগো লাগানো ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতেই ইয়াবা কারবারিরা এই পন্থা অবলম্বন করেছিলন।”

Link copied!