ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে স্থানীয় সময় সোমবার (২০ মে) ভোরে ৩৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এসওএস মেডিটারেনির মাধ্যমে পরিচালিত ওশান ভাইকিং চ্যারিটি জাহাজের তল্লাশি ও উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই বাংলাদেশিরা তিন দিন ধরে সাগরে নৌকায় ভাসছিলেন। তারা লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ৬০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন। তাদের গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ।
এ বিষয়ে উদ্ধারকারী দলের সদস্য গিয়ানিস জানান, “তারা ফাইবার গ্লাসের এক নৌকায় গাদাগাদি করে বসেছিলেন। নৌকায় থাকা ব্যক্তিদের মধ্যে তিনজনের জরুরি ভিত্তিতে সাহায্যের দরকার ছিল। তাদের মধ্যে একজন অচেতন অবস্থায় ছিলেন। তাকে কম্বলে মুড়িয়ে দেওয়া হয়। ভোরে উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেয় ইন্টারন্যাশনাল রেডক্রস ও রেড ক্রিসেন্ট। তাদের শরীর গরম করার জন্য শুকনো ফল ও পর্যাপ্ত খাবার দেওয়া হয়।”
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, “তিন দিন ধরে নৌকায় লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ৬০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন তারা। তাদের গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ।”