ঘূর্ণিঝড় গুলাবের যে প্রভাব পড়বে বাংলাদেশ উপকূলে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৩:০৫ এএম

ঘূর্ণিঝড় গুলাবের যে প্রভাব পড়বে বাংলাদেশ উপকূলে

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে স্থানীয় সময় রাত ৮ টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড় গুলাব উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্হান করছে । ধারণা করা হচ্ছে রবিবার মধ্যরাত নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় গুলাব ভারতীয় উপকূল অতিক্রম করবে।

দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২(দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঢাকার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, গুলাবের প্রভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ ছাড়া ঘূর্ণিঝড়টির তেমন কোন প্রভাব বাংলাদেশে পড়বে না।

সবশেষ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ফাইল ছবি: সংগৃহীত

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ঘূর্ণিঝড়টি উপকূল থেকে দূরে অবস্থান করার কারণে বাংলাদেশে তেমন প্রভাব পড়বে না। এর ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও হালকা দমকা বাতাস বয়ে যেতে পারে’।

তিনি আরও বলেন, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকলেও চট্টগ্রাম বিভাগে তেমন কোন প্রভাব পড়ার আশঙ্কা নেই।

কক্সবাজার থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় গুলাবের কোন আগাম প্রভাব এখন পর্যন্ত তেমন দেখা যায়নি। সমুদ্র কিছুটা উত্তাল হয়ে আছে।

শনিবার বিভিন্ন জায়গায় বজ্রবৃষ্টি হলেও রবিবার দিনটি এখন পর্যন্ত রৌদ্রকরোজ্জ্বল। মংলাতেও আবহাওয়া একেবারেই স্বাভাবিক। মাছ ধরা ট্রলারগুলোকেও এখন পর্যন্ত তীরে ফিরে আসার কোন ঘোষণা সরকারিভাবে দেয়া হয়নি। কর্মকর্তারা এখন পর্যন্ত পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন।

Link copied!