চলতি বছরের ডিসেম্বরেই চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২২, ০৪:০৩ এএম

চলতি বছরের ডিসেম্বরেই চলবে মেট্রোরেল

মেট্রোরেলের রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও অংশ আগামী ১৬ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চলাচলের জন্য চালু হবে বলে জানিয়েছেন নির্মাণকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

রবিবার মেট্রোরেলের প্রথম স্টেশন উত্তরা উত্তরের পরীক্ষামূলক সাইনেজ কার্যক্রম পরিদর্শন গিয়ে তিনি এ কথা বলেন।আসছে ১৬ ডিসেম্বর উদ্বোধনের জন্য রাজধানীর দিয়াবাড়ি স্টেশনে চলছে ব্যাপক তোড়জোড়।

কিছুদিনের মধ্যেই স্টেশনে বসবে চূড়ান্ত সাইনেজ উল্লেখ করে এম এ এন ছিদ্দিক আরও বলেন, “আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আমরা বাণিজ্যিক চলাচল শুরু করতে চাই। এটা বিবেচনায় রেখেই আমাদের কাজকর্ম করে যাচ্ছি। এমআরটি লাইন-৬ এ ভূমি অধিগ্রহণ, বর্ধিত অংশ নির্মাণসহ পাঁচটি খাতে সাড়ে ১১ হাজার কোটি টাকা খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মোট খরচ দাঁড়াচ্ছে ৩৩ হাজার ৪৭০ কোটি টাকা।”

এদিকে, মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশনে অবকাঠামোগত এবং স্টেশনের ভেতরের সাইনেজ ডেমো প্রদর্শন করা হয়। প্রদর্শনের মধ্যে ছিল—স্টেশনের কোন দিক দিয়ে প্রবেশ করতে হবে, টিকিট কাউন্টার কোথায়, প্রতিবন্ধী যাত্রীরা কোন দিক দিয়ে উঠবে এবং নামবে। যাত্রীরা স্টেশনের মধ্যে কি করতে পারবেন, কি করতে পারবেন না ইত্যাদি।

Link copied!