চলতি মাসে ঘূর্ণিঝড় ও বন্যার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২, ২০২১, ০৪:০৮ পিএম

চলতি মাসে ঘূর্ণিঝড় ও বন্যার পূর্বাভাস

চলতি মাসেই কালবৈশাখীর সঙ্গে ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এপ্রিলে পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ এবং সারা দেশে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, এ মাসে এক থেকে দুটি নিম্নচাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র পাঁচ থেকে সাত দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ও মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই মাসে আকস্মিক বন্যাও দেখা দিতে পারে। কারণ হিসেবে বলা হয়েছে, এপ্রিল মাসের শেষ দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে। এর ফলে ওই সব অঞ্চলের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা রয়েছে।

এপ্রিলের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে।

Link copied!