চেয়ারম্যানের নামে চার্জশিট হওয়ায় বাড়ি ভাংচুর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২২, ০৫:১৪ এএম

চেয়ারম্যানের নামে চার্জশিট হওয়ায় বাড়ি ভাংচুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের সৈয়দ মাসুদ এবং নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পরমেশ্বরদী কুমার নদের ব্রিজের ওপর দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওইদিন সন্ধ্যায় পাঁচজনকে আটক করে পুলিশ। পরে এর জের ধরে রাত ১২টার দিকে চেয়ারম্যানের সমর্থকেরা ইউনিয়নের চরপাড়া, কাজীপাড়া ও চৌধুরীপাড়া গ্রামে অবস্থিত সৈয়দ মাসুদের সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে সৈয়দ মাসুদ অভিযোগ করেন, ২০২১ সালের ২৩ জুলাই গ্রামের  শহীদুল ফকির ওরফে শহীদ হত্যা মামলায় চেয়ারম্যানের নামে চার্জশিট হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই মামলার সাক্ষী এনায়েত শেখের বাড়িসহ শতাধিক বাড়িতে হামলা চালানো হয়েছে।

 

Link copied!