জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকারকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২, ২০২২, ০৬:৩৬ এএম

জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকারকে চিঠি

বেগম রওশন এরশাদের পরিবর্তে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) চান জাতীয় পার্টির (জাপা) অধিকাংশ সংসদ সদস্য। এরই পরিপ্রেক্ষিতে দলটির ২৩ জন সংসদ সদস্য বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন। তবে ওই চিঠিতে বেগম রওশন, সেলিম ওসমান ও সাদ এরশাদের সাক্ষর নেই বলে সংসদ সচিবালয় ও জাপা সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল চিঠিটি স্পিকারের দপ্তরে জমা দেয়।

বিষয়টি বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুজিবুল হক চুন্নু। জাপা মহাসচিব বলেন, ‘দলের চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী নেতা করতে আমরা স্পিকারকে চিঠি দিয়েছি। দেশের বাইরে থাকার কারণে সেলিম ওসমানের স্বাক্ষর নেওয়া হয়নি। তবে, এ বিষয়ে তার সম্মতি আছে। জাতীয় পার্টির ২৬ জন সংসদ সদসের মধ্যে ২৩ জন সংসদ সদস্য স্বাক্ষর করেছেন। আমরা এখন স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

জাপা প্রতিনিধিদলে ছিলেন—দলের সাবেক মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, ফখরুল ইমাম এমপি, আদেলুর রহমান আদেল এমপি ও নাজমা আখতার এমপি।

এর আগে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে জাপা সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। রওশন এরশাদের অনুপস্থিতে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সভাপতিত্বে ওই সভায় দলেরে চেয়ারম্যানকে (জিএম কাদের) বিরোধী দলীয় নেতা করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সংসদীয় দলের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম, ফখরুল ইমামসহ ২৩ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। প্রস্তাবটি স্পিকারকে চিঠি দিয়ে জানানোর সিদ্ধান্ত হয় বৈঠকে।

প্রসঙ্গত, জাপার প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ দলের কাউন্সিল ডাকায় ক্ষুব্ধ হন দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। তার নির্দেশেই জাপার সংসদীয় কমিটির বৈঠক ডেকে রওশন এরশাদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়।

Link copied!