ঝুঁকিপূর্ণ ঘোষিত কুইন ক্যাফে ভবন ভাঙার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২৩, ০২:০৯ এএম

ঝুঁকিপূর্ণ ঘোষিত কুইন ক্যাফে ভবন ভাঙার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের কুইন ক্যাফে ভবনে বিস্ফোরণে ঘটনায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সাইনবোর্ড টানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ভবনটির সামনের ও পাশের সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল (৯ মার্চ) সিদ্ধান্ত নেওয়া হবে এই ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা হবে কি না।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মহাব্যবস্থাপক (পরিবহন) হায়দার আলী।

ডিএসসিসি মহাব্যবস্থাপক বলেন, ‘ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার জন্য করপোরেশনের আঞ্চলিক পর্যায়ে একটি কমিটি আছে। কমিটির প্রতিনিধিরা আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবেন। তারা সিদ্ধান্ত নেবেন ভবনটি রাখা যাবে, নাকি ভেঙে ফেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ২০ টনের ভারী কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় যদি ঝাঁকুনি হয়, তবে ভবনটি ভেঙে পড়তে পারে। আমরা ইতিমধ্যে পুলিশকে ক্ষতিগ্রস্ত ভবনের পাশের সামনের সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দিতে বলেছি।’ 

ভবনটির বর্তমান অবস্থা বুঝাতে তিনি বলেন, ‘ভবনের পিলার, কলাম ধসে গেছে এবং ছাদও নিচের দিকে দেবে গেছে। এসব দেখে মনে হচ্ছে ভবনটি ভেঙে ফেলতে হবে। ভবনটির ভেতরে যাওয়া যে খুবই ঝুঁকিপূর্ণ, ফায়ার সার্ভিসের সদস্যদের তা জানিয়েছি।’

আগামীকাল কমিটি ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দেয়াল ভেঙে ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে আসে। ভবনের উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।

এই ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা হলেন -মুনসুর, আলামিন, আবু বক্কর সিদ্দিক, নাজমুল হোসেন, রাহাত, ওবায়দুল হাসান, নুরুল ইসলাম, হৃদয়, মাইনুদ্দিন, মমিনুল, নদী, আকুতি বেগম, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন, আব্দুল হাকিম ও মমিনুদ্দিন সুমন। এ ছাড়া আরও দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

Link copied!