ট্রেন ও দূরপাল্লার বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

মে ২৪, ২০২১, ০৬:১৮ পিএম

ট্রেন ও দূরপাল্লার বাস চলাচল শুরু

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে চলমান লকডাউনের কারণে দেড় মাসের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে ট্রেন ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে ট্রেনের ভাড়া না বাড়লেও লঞ্চ ও বাসযাত্রীদের ৬০ শতাংশ বেশি ভাড়া গুনতে হচ্ছে। 

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২৪ মে) দূরপাল্লায় বাস চলাচল শুরু হওয়ায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে ফের কর্মচাঞ্চল্য দেখা যায়। বাসগুলোতে টিকিট বিক্রি হচ্ছে এক আসন ফাঁকা রেখেই।

ঢাকা-গোপালগঞ্জ সড়ক রুটে চলাচল করে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি পরিবহন। সোমবার (২৪ মে) সকালে সায়েদাবাস বাস টার্মিনালের টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেল সকাল ৮টায়, সাড়ে ৮টায় এবং সকাল ৯টায় তাদের তিনটি বাস গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কাউন্টারে কর্মরত রফিক জানালেন, সোমবার সকাল ৯টা পর্যন্ত তাদের তিনটি বাস ছেড়ে গেছে। বিকেল ৫ টা পর্যন্ত তাদের আরও বেশ কয়েকটি বাস গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে।’

কাউন্টার থেকে জানা গেল, ঢাকা থেকে গোপালগঞ্জের বাসভাড়া প্রতি আসনে ৪০০ টাকা হলেও অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া দিয়ে টিকিট নিয়ে যাত্রীরা বাসে উঠছেন। তারপরও যাত্রীরা বাসে যেতে পারে ভীষণ খুশি।

এদিকে, ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন দিয়ে শুরু হয়েছে রেল চলাচল। ট্রেনের ভাড়া না বাড়লেও এক আসন ফাঁকা রেখেই বসছেন যাত্রীরা। ট্রেনের ৫০ শতাংশ টিকিটের পুরোটাই বিক্রি হচ্ছে অনলাইনে। কাউন্টারগুলো বন্ধ রয়েছে।

সোমবার (২৪ মে) সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার গণমাধ্যমে বলেন, ‘সোমবার (২৪ মে) ভোর ৬টা ২০ মিনিটে ঢাকা-সিলেট রুটে পারাবত এক্সপ্রেস ছেড়ে গেছে। এর আগে লোকাল ট্রেন বলাকা এক্সপ্রেস ছেড়ে যায়। সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহের উদ্দেশ্যে লোকাল ট্রেন ‘বলাকা কমিউটার’ ও চট্টগ্রামের উদ্দেশে ‘মহানগর প্রভাতি’ ছেড়ে গেছে।’

অনলাইটে ট্রেনের টিকিট কাটার বিষয়টি অনেকে জানতেন না। একারণে কমলাপুর স্টেশনের বাইরে অনেককে অপেক্ষা করতে দেখা গেছে।

Link copied!